About Bangla Blog Post
- Registered: December 26, 2025
- Country: Bangladesh
- Gender: Male
অনেক বাবা-মা চিন্তিত হয়ে পড়েন যখন বাচ্চা ঘুমের মধ্যে কান্না করে দোয়া বা ছোটদের ঘুমের সময় আকস্মিক কান্না দেখা যায়। সাধারণত শিশুদের স্লিপ সাইকেল বড়দের থেকে ভিন্ন হওয়ায় এমন প্রতিক্রিয়া হতে পারে। অনেক সময় মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ, দিবাস্বপ্ন, অস্বস্তি, ক্ষুধা বা হালকা ব্যথার কারণেও এ ধরনের কান্না দেখা যায়। তবে ইসলামী দৃষ্টিকোণ থেকেও শিশুর অশান্ত ঘুমকে গুরুত্ব দেওয়া হয়। শিশুর উপর আল্লাহর রহমত বর্ষিত করার জন্য পিতামাতা শিশু ঘুমানোর আগে সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসী বা দুরুদ শরিফ পড়ে ফুঁ দিতে পারেন। এতে শিশুর উপর আল্লাহর বরকত ও সুরক্ষা নাজিল হয়।
No questions yet .